ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে ৫ চোরসহ ৯ জন গ্রেফতার, ৩টি সিলিং ফ্যান উদ্ধার

সিলেটে ৫ চোরসহ ৯ জন গ্রেফতার, ৩টি সিলিং ফ্যান উদ্ধার
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জে ৫ চোরসহ ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫ চোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আকাশ চৌধুরী (২৫), সুমেল আহমেদ (২০), মো. দেলোয়ার হোসেন (২৩), লায়েক আহমদ (২৬) ও মো. ফুয়াদ মিয়া ওরফে গুলি কামাল (২০)।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৩টি সিলিং ফ্যান ও ১টি পানির মোটর উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ২২ এপ্রিল রাতে কোম্পানীগঞ্জের পাড়ুয়া গ্রামের হুমায়ুন রশিদ চৌধুরী স্কলার্স হোম কিন্ডার গার্টেন হতে ১২টি সিলিং ফ্যান ও একটি পানির মোটর পাম্প চুরি হয়। এ ঘটনায় মামলা দায়ের কর হলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এ ৫ চোরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে।

এ চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং বাকি চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

অপরদিকে, পৃথক অভিযানে থানাপুলিশ পরোয়ানাভুক্ত ৩ আসামি ও ১জন নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ