
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে আগামী ৫ মে ২০২৩ শুক্রবার “মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজ, বাংলাদেশের জন্য অভিশাপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কল্যাণ সংস্থার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। ৩ মে বুধবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক ঘন্টার বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৫ মে শুক্রবার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিকাল ৫.৩০ ঘটিকায় জমায়েত, ৫.৪৫ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণ হতে জিন্দাবাজার হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় আলোচনা সভা, ৭.১৫ ঘটিকায় সাংগঠনিক ক্ষেত্রে অবদান রাখায় স্মারক ২০২৩ প্রদান ও ৭.৪৫ ঘটিকায় কেক কাটা অনুষ্ঠান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সিলেট কল্যাণ সংস্থার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক ঘন্টার বিশেষ প্রস্তুতি সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক (সিলেট জেলা) মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাংগঠনিক সম্পাদক (সুনামগঞ্জ জেলা) আলহাজ¦ মুখতার আহমেদ তালুকদার ও অর্থ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না।
সিলেট কল্যাণ সংস্থার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা থেকে আগামী ৫ মে শুক্রবার গৃহীত কর্মসূচীতে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, সিবিযুকস’র বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য, আজীবন সদস্য, পৃষ্ঠপোষক সদস্য ও সংস্থাদ্বয়ের সাংগঠনিক শুভাকাঙ্খীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।