ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিটি নির্বাচন: সিলেটে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন বাবুল

Untitled 3 copy 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ করা হয়েছে দলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আহবায়ক নজরুল ইসলাম বাবুলকে।

বৃহস্পতিবার (৪ মে) রাজধানীতে পার্টি অফিসে মিলেট সিটিসহ পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। নির্বাচনি মাঠে সমান সুযোগ করে দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন এমএম নিয়াজউদ্দিন, রাজশাহীতে সাইফুল ইসলাম স্বপন, বরিশালে ইকবাল হোসেন তাপস, খুলনায় শফিকুল ইসলাম মধু ও সিলেটে মেয়র পদে লড়বেন নজরুল ইসলাম বাবুল।

পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটিতে প্রথম ভোট হবে। ২৫ মে এই ভোট হবে। আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ