ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

344812787 937296387323684 7652121614124554225 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আজ সিলেট জেলা ও মহাগর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় নগরের আরামবাগ এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

কর্মীসমাবেশে অংশ নিতে নানাকসহ কেন্দ্রীয় নেতারা দুপুরে সিলেট এসে পৌঁছান। দুপুর সাড়ে ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান সিলেট আওয়ামী লীগের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কর্মী সমাবেশে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। সবাবেশে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ