ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

ওসমানীনগর কৃষক লীগের সভাপতি সালাউদ্দিন আর নেই

ওসমানীনগর কৃষক লীগের সভাপতি সালাউদ্দিন আর নেই
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের ওসমানীনগর উপজেলা কৃষক লীগের সভাপতি সালাউদ্দিন সালাই মারা গেছেন।

বুধবার (৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার তাজপুর ইউপির বরায়া কাজিরগাঁও গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আসর উপজেলার তাজপুর কদমতলা বরায়া কাজিরগাঁও শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে মরহুম সালাউদ্দিনের লাশ দাফন করা হবে।

উপজেলা কৃষক লীগের সভাপতি সালাউদ্দিন সালাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহম ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা, সাধারণ সম্পাদক মুক্তা পারভীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ