
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। অনুষ্ঠানে বজ্রপাত থেকে বাচার কৌশল নিয়ে উপস্থাপনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঈন উদ্দিন আলমগীর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এরশাদ হোসেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ। কর্মশালায় জানানো হয় গত দশ বছরে দেশে বজ্রপাতে মারা গেছে ২ হাজার ৫ শত ৭৫ জন। যাদের মধ্যে ৯৭ শতাংশই গ্রামের কৃষক ও মৎস্যজীবি। সাধারনত: এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত বেশী হয় এবং তা ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়।
কর্মশালায় উপজেলার শিক্ষক, ইমাম, সাংবাদিক সহ ৩০জন লোক অংশ গ্রহন করেন।