ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

প্রয়াত মনসুর রশীদের মাগফিরাত কামনায় জেলা আ’লীগের মিলাদ ও দোয়া মাহফিল

IMG 20230502 WA0006 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বারের সদস্য সদ্য প্রয়াত এডভোকেট মনসুর রশীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) বাদ আসর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ জাকির হোসেন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।

উল্লেখ্য, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট জেলা বারের সদস্য এডভোকেট মনসুর রশীদ বিগত ১৯ এপ্রিল বিকেলে ইন্তেকাল করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ