ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত

WhatsApp Image 2023 05 02 at 16.51.56 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার (২ মে) সকাল ৮.৩০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সু-সজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে সকাল ১০ ঘটিকায় পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্সের হলরুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মার্চ-এপ্রিল/২০২৩ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মার্চ-এপ্রিল/২০২৩ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি মার্চ-এপ্রিল/২০২৩ মাসের ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সদের মধ্য হতে অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট, ওসমানীনগর এবং বিয়ানীবাজার থানা ও তার টিমকে ক্লু-লেস হত্যা মামলা রহস্য উদ্ঘাটন ও অস্ত্রসহ আসামী গ্রেফতার করায় শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দেন পুলিশ সুপার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ