ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

শ্রী শ্রী রাধাকান্ত দাস বাবাজীর পুষ্প সমাধী আগামীকাল

শ্রী শ্রী রাধাকান্ত দাস বাবাজীর পুষ্প সমাধী আগামীকাল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শ্রী শ্রী মহাপ্রভূ আখড়া- পুড়াবাড়ি,সিলেটের সেবায়েত-শ্রী শ্রী রাধাকান্ত দাস বাবাজীর পুষ্প সমাধী আগামীকাল ০২ মে, মঙ্গলবার দুপুর ১২:০০ ঘটিকায় সম্পন্ন করা হবে।

আগামীকাল মহা দ্বাদশীতে বৃন্দাবন ধাম থেকে আগত শ্রী শ্রী শ্যামসুন্দর বাবাজী মহারাজ। পণিটুলা আশ্রমের শ্রী শ্রী নিত্যানন্দ মোহন্ত মহারাজ,এবং সিলেটের বৈষ্ণব সমাজ ও সকল ভক্তবৃন্দের উপস্তিতিতে এ সমাধী অনুষ্ঠান সম্পন্ন করা হবে। এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পুড়াবাড়ী আখড়া কমিটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ