ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

বানিয়াচংয়ে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২৩ সালের এসএসসি এবং সমমানের ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সারাদেশের ন্যায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বানিয়াচং উপজেলার মাধ্যমিক পর্যায়ের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৫৭৩ জন। ভোকেশনাল পরীক্ষার্থী ছিল ২০১ জন এবং দাখিল পরীক্ষার্থী ছিল ২৮৯ জন।

উপজেলার এসএসসি পরীক্ষার্থীদের মোট ৫ টি কেন্দ্র ও ৫ টি ভেন্যুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভোকেশনাল পরীক্ষার্থীদের ১ টি কেন্দ্র ও দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষা ১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি পরীক্ষায় ২৭ জন,ভোকেশনাল পরীক্ষায় ২ জন ও দাখিল পরীক্ষায় ৭ জন সহ মোট পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ৩৬ জন।
পরীক্ষা সুষ্ট ও নির্বিঘ্নভাবে পরিচালনা করতে ভিজিলেন্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র নির্দেশে কমিটির সদস্যগণ তৎপর ছিলেন।

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ