ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জামালগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৪ জন

জামালগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৪ জন
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

রোববার সকাল থেকে উপজেলার সবকটি কেন্দ্রে এসএসসি ও দাখিলসহ মোট ১ হাজার ২৩২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এতে প্রথম দিনে অনুপস্থিত ২৪ জন। তবে কি কারণে এই অনুপস্থিত তা এখনো জানা যায়নি। অন্যরা বেশ স্বাচ্ছন্দ্য ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে। সকাল থেকেই পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত দেব, সহকারী কমিশনার ভূমি তনুকা ভৌমিক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিতসহ সাংবাদিকবৃন্দ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর জামালগঞ্জ উপজেলায় এসএসসিতে বিভিন্ন স্কুল থেকে ১ হাজার ৭ ও দাখিল মাদ্রাসা থেকে ২২৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রথম দিনে পরীক্ষায় বিভিন্ন স্কুলের ১০ জন ও মাদ্রাসার ১৪ জনসহ মোট ২৪ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং নকলমুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরিক্ষা গ্রহন হয়েছে। তবে কিছু সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কি কারনে তারা পরিক্ষায় অংশগ্রহণ করেনি সে ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনকে খোঁজ নিতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ