ইউকে মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
হেডলাইন

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রতারণা মামলায় পলাতক এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সফিক উদ্দিন চৌধুরী (৪৮) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে রাতে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা জানান, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বরমপুর অভিযান চালিয়ে সফিককে গ্রেফতার করেন ।

সফিক উদ্দিন চৌধুরী উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের মো: রফিক মিয়ার পুত্র। ২০১৯ সালে টাকা আত্মসাতের মামলায় অভিযোগ প্রমাণ হওয়ায় সফিক উদ্দিন চৌধুরীরকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন আদালত। সাজার সংবাদ পেয়ে সফিক উদ্দিন চৌধুরী আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিলেন সফিক উদ্দিন চৌধুরী। এছাড়া একই সময়ে সহকারী উপ-পরিদর্শক ওয়ালী উল্ল্যার বিশেষ অভিযানে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ৩ তিন মাস সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী স্বর্ণা কুমার বাউরী (২৫) কে গ্রেফতার করেন। সে উপজেলার লালচান্দ চা-বাগান (বাংলো টিলার) মৃত সুকুমার বাউরীর পুত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ