ইউকে সোমবার, ২০ অক্টোবর ২০২৫
হেডলাইন

গোলাপগঞ্জে অস্ত্র-ডাকাতিসহ ৮ মামলার আসামি গ্রেফতার

IMG 20230428 WA0042 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি-অস্ত্র মামলাসহ ৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ দেলোয়ার হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক দিক -নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিলেট জেলা পুলিশ। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সংঙ্গবদ্ধ অপরাধী গ্রেফতারে জেলা পুলিশ সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল ৫.৩০ মিনিটের সময় ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী মোঃ দেলোয়ার হোসেন (৩৬) গোলাপগঞ্জ মডেল থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পলাতক আসামি গোলাপগঞ্জ থানার কেওটকোনা গ্রামের আব্দুল গফুর এর ছেলে। আটককৃত  আসামির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি সহ মোট ৮টি মামলা রয়েছে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং তার বিরুদ্ধে তিনটি গ্রেফতার পরোয়ানা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ