ইউকে সোমবার, ২০ অক্টোবর ২০২৫
হেডলাইন

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামী গ্রেফতার

Screenshot 20221222 090616 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী কালা মিয়া (৪২) কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক দিক -নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সংঙ্গবদ্ধ অপরাধী গ্রেফতারে জেলা পুলিশ সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়,গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে কোম্পানিগঞ্জ থানার এএসআই মাহফুজুর রহমান নেতৃত্বে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পলাতক থাকার পরপাড়ুয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে কালা মিয়া (৪২)  গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটকৃত আসামীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ জিআর ১৪৮/১৭  মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরও ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী।তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ ১১টি  মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামী কালা মিয়াকে গতকাল বৃহস্পতিবার রাতে পাড়ুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন পলাতক ছিল। আটককৃত আসামের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ