ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

বড়লেখায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

received 1650537078754795 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকালে বড়লেখা কুলাইড়া আঞ্চলিক মহাসড়কে কাঠালতলী রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল গনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী উত্তর গ্রামের বাসিন্দা।

সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল গনির নাতি জুবায়ের আহমদ শিমুল জানান, ঈদের দিন ঈদের নামাজের পর বড়লেখা উপজেলার কাঠালতলী রেঞ্জ অফিস এলাকায় বড়লেখা-কুলাইড়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধ।তখন বড়লেখাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ আব্দুল গনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ বুধবার (২৬ এপ্রিল) রাত ৩ ঘটিকার সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

মরহুমদের জানাযার নামাজ আজ রাত ৮ টা ৩০ মিনিটে কাঠালতলী (উত্তরভাগ) ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ