ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

শাওয়ালের ছয় রোজার বিশেষ মর্যাদা

FB IMG 1682294691335 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : রাসুলুল্লাহ সা: বলেছেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখল, সে যেন পূর্ণ বছরই রোজা রাখল।’ সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪

সংক্ষিপ্ত ব্যাখ্যা : রাসুলুল্লাহ সা: প্রতি মাসে কয়েক দিন রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও রা: উদ্বুদ্ধ করতেন। তবে তিনি রমজানের পরের মাস শাওয়ালে ছয়টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি রমজানের রোজা যথাযথভাবে রাখে এবং শাওয়াল মাসে ধারাবাহিক বা বিচ্ছিন্নভাবে ছয় রোজা রাখে, সে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব পাবে। মুহাদ্দিসরা পুরো বছরের ব্যাখ্যা এভাবে করেন, রমজানের ৩০ রোজার সওয়াব ১০ গুণ বৃদ্ধি পেলে তা ১০ মাসের সমান হয় এবং ছয় রোজার সওয়াব ১০ গুণ বৃদ্ধি করলে তা দুই মাসের সমান হয়। এভাবে ১২ মাসের সমান সওয়াব পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ