ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেটে চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে রেলের কর্মকর্তা আহত

সিলেটে চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে রেলের কর্মকর্তা আহত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া ঢিলের আঘাতে ট্রেনের পরিচালকের মাথা ফেটে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় মোগলাবাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ব্যক্তির নাম আবদুল লতিফ। তিনি ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পরিচালকের দায়িত্বে ছিলেন। আবদুল লতিফের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায়।

বুধবার সকালে আবদুল লতিফ বলেন, গতকাল তিনি আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রেনটি মোগলাবাজার স্টেশন অতিক্রম করার সময় তিনি জানালার পাশের আসনে বসা ছিলেন। গরমের কারণে জানালাটি খোলা ছিল। স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি ঢিল এসে তাঁর মাথায় লাগে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে সিলেটে পৌঁছার পর তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাঁর মাথায় দুটি সেলাই লেগেছে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া মুঠোফোনে বলেন, ঘটনার খবর পেয়ে তারা সিলেট জিআরপি থানার পুলিশকে বিষয়টি জানান। কিছু খারাপ প্রকৃতির লোক এ ধরনের অপকর্ম করে থাকেন। এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ