ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

ভূয়া সাংবাদিক গ্রেফতার ওসমানীনগরে

Screenshot 20230416 191734 Photo Editor - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের ওসমানীনগর উপজেলায় এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭ ঘটিকার ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজারস্থ থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিক ওসমানীনগর থানার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের হাসান আলীর ছেলে কাওসার আহমেদ (৩০)। তার বিরুদ্ধে ওসমানী নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং –২২ ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বনিক।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় ওসমানীনগর থানাধীন দক্ষিন গোয়ালাবাজারস্থ রুবেল এন্টারপ্রাইজ নামক ভাঙ্গারীর দোকানে একটি ক্যামেরা নিয়ে প্রবেশ করে দোকান এর ভিতরে ভিডিও করে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।

তখন দোকানের মালিক এম এইছ রুবেল তাহাকে কোন পত্রিকার সাংবাদিক জিজ্ঞেস করিলে সে *info* টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয় দেয়। তখন উক্ত ভাঙ্গারি দোকানের মালিকসহ উপস্থিত লোকজন তাহার পরিচয়পত্র দেখাতে বললে সে কোন পরিচয়পত্র প্রদর্শন না করে বিভিন্ন রকমের কথা বলে বুঝানোর চেষ্টা করে। বিষয়টি ৫নং গোয়ালাবাজার ইউ/পি ৭নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন তাৎক্ষনিক থানায় সংবাদ দিলে থানা পুলিশ গোয়ালাবাজারস্থ জনৈক এম এইছ রুবেল (৩৮) এর ভাঙ্গারী দোকানে গিয়ে উপস্থিতি লোকজনের সম্মূখে পুনরায় জিজ্ঞেস করেন এবং তার কথাবার্তায় সে একজন মিথ্যে পরিচয় দানকারী প্রতারক হিসেবে সন্দেহ হওয়ায় তাহাকে আটক করে থানায় নিয়ে আসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ