ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সুনামগঞ্জে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

সুনামগঞ্জে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের ধর্মপাশায় নদীতে গোসল করতে গিয়ে কল্পনা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার(৯ এপ্রিল) বেলা ২টার দিকে পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামে এঘটনা ঘটে।

কল্পনা ওই ইউনিয়নের বালিজুড়ী গ্রামের জমির আলীর স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা, কল্পনা আক্তার (২৮) রোববার বেলা ২টার দিকে বাড়র পশ্চিমে থাকা বারিয়া নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ওইদিন বেলা আড়াইটার দিকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সিলেট প্রতিদিনকে জানান, আবেদন করায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ