ইউকে বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
হেডলাইন

দেশব্যাপী ‘টিনের তলোয়ার’ নাটকের মঞ্চায়ন করবে শাবিপ্রবির দিক থিয়েটার

দেশব্যাপী ‘টিনের তলোয়ার’ নাটকের মঞ্চায়ন করবে শাবিপ্রবির দিক থিয়েটার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নাটকে সাম্যের আন্দোলন জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ‘টিনের তলোয়ার’ নাটকের মঞ্চায়ন করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটার। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা এই বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সদস্যরা। এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দিক থিয়েটারের সভাপতি মো. শাকিল, সহ-সভাপতি মো. আবু রাকিব হাসান, সাধারণ সম্পাদক আর্নিকা দেব, সহ-সাংগঠনিক সম্পাদক অনন্যা ঘটক, কোষাধ্যক্ষ রুপালী পাল, সহকোষাধ্যক্ষ অবন্তিকা দে, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক নন্দনা দেবনাথ, লিয়াজোঁ সম্পাদক দ্বৈপায়ন দাশ অনন্যসহ অন্যরা। প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান প্রমুখ। উল্লেখ্য, টিনের তলোয়ার নাটকটি দিক থিয়েটারের পরবর্তী ৩২তম প্রযোজনায় মঞ্চায়ন হবে। এতে নির্দেশনায় থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধীমান চন্দ্র বর্মণ এবং সহ নির্দেশনায় থাকবেন আব্দুল বাছিত সাদাফ ও আর্নিকা দেব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ