ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকাদক্ষিণ রায়গড় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের পূর্বে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান উতুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৬ আসনের বিএনপি সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৪ বছর দুর্নীতি ও দুঃশাসনের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, ভোটার অধিকার নেই, সর্বোপরি মানবাধিকার বলতে কিছুই নেই। আছে শুধু একদলীয় শাসন ব্যবস্থা। এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের মানুষ তাদের সমস্ত অধিকার হারিয়ে ফেলেছে। প্রতিটি জিনিস সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার ঊর্ধ্বে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের ঐক্য হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুর রহমান ফয়সল, বদরুল আলম, যুগ্ম সম্পাদক এস এ রিপন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শালিক চৌধুরী সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা বিএনপি যুব সম্পাদক আশিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাজাহান আহমদ, জাহেদ আহমদ, আবুল কালাম খুকন, সদস্য জিয়া আহমেদ, সালাউদ্দিন, জামিল আহমদ, আনুর আহমদ, নজরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদল আহবায়ক তানজিম আহাদ জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জুনাক, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমরান আহমদ, সুমেল আহমদ, সুহেদ আহমদ, সদস্য শাহিদ আহসান মান্না, ফাহিম আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব আহমদ সাধারণ সম্পাদক মুন্না সাংগঠনিক সম্পাদক সাজিদ আহমদ, শিপু আহমদ মান্না, ইমন, ইমরুলসহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।