ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর-আউশকান্দি জগন্নাথপুর রানীগঞ্জ সড়কের ভমভমি বেইলি সেতুর পশ্চিম অংশের তিনটি পাটাতন সপ্তাহ না পেরোতেই আবারও ভেঙে নদীতে পড়ে গেলে সুনামগঞ্জ-জগন্নাথপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় হঠাৎ সেতুর তিনটি পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে এবং কিছু অংশ ভেঙে যায়। পরে এলাকাবাসী বিষয়টি শান্তিগঞ্জ থানার পুলিশকে জানালে পুলিশ সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়। এর আগে (২৮ মার্চ) পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে গিয়েছিল।
গাড়ী চালাক রফিক মিয়া বলেন, কি যে মেরামত করে তারাই জানে। বারেবারে ভেঙে যাচ্ছে পাঠাতন। সপ্তাহ আগে ভেঙে গিয়েছিল। মেরামত করে দিয়েছিল সড়ক ও জনপথ। আজ (বৃহস্পতিবার) আবারও ভেঙে গেছে। সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রায়ই পাটাতন দেবে যাওয়ার ঘটনা ঘটে। ভারি কোনো যান পার হওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।
সুনামগঞ্জ সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, সেতুর তিনটি পাটাতন নদীতে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ জগন্নাথপুর রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুর মেরামত কাজ শুরু করেছে। আজ দিনের ভিতরে যান চলাচল স্বাভাবিক হবে।










