সিলেট প্রতিনিধিঃ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী যুক্তরাজ্য সফরে গেছেন। গত ০৩ এপ্রিল রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
আগামী জুলাইয়ে সম্ভাব্য সিটি নির্বাচনের জোর হাওয়া যখন বইতে শুরু করেছে, এরই মধ্যে মেয়রের হঠাৎ লন্ডন যাওয়া নিয়ে চলছে নানা আলোচনা।
একটি সূত্র জানায়, সিসিক মেয়র বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে লন্ডন গেছেন। সূত্র মতে, আগামী সিটি নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে হাইকমান্ডের সিগন্যাল পাওয়ার লক্ষ্যে তাঁর এ সফর।











