ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

মাধবপুরে একটি সড়কে উপজেলার হাজারো মানুষের ভোগান্তি

মাধবপুরে একটি সড়কে উপজেলার হাজারো মানুষের ভোগান্তি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন নাসিরনগর আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কার না করায় মাধবপুর, নাসিরনগর ও লাখাই উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। ৩টি উপজেলার আশপাশ এলাকার মানুষের ঢাকা ও সিলেটের সঙ্গে যোগাযোগের সহজ মাধ্যম হওয়ায় ওই এলাকার মানুষ দীর্ঘ দিন ধরে ওই সড়কে যাতায়াত করে থাকে। এছাড়া ভাটি এলাকার কৃষকদেও উৎপাদিত বিভিন্ন ফসল দেশের বিভিন্নস্থানে ওই সড়ক দিয়ে পরিবহন করে থাকে। কিন্তু ওই সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বেহাল দশা হয়ে রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন ঝুকির মধ্য দিয়ে এসড়কে ছোট বড় যানবাহন চলাচল করে। ৪ বছর ধরে এ সড়কে সংস্কার না করায় দূর্ভোগে পড়েছে ওই এলাকার মানুষ।একারনে যাত্রী ও যানবাহন চালকরা সরকারের প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন।

ছাতিয়াইন এলাকার স্থানীয় বাসিন্দা ওহবিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জাহাঙ্গীর আলম জানান, ছাতিয়াইন নাসিরনগর আঞ্চলিক সড়কে প্রতিদিন ৩টি উপজেলার প্রায় ৫০টি গ্রামের লোকজন এ সড়ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়ত করে থাকে। ঢাকা সিলেট মহাসড়কের ছাতিয়াইন বাসষ্ট্যান্ডে নেমে এসড়ক দিয়ে সহজেই গন্তব্য স্থলে আসাযাওয়া করা যায়। কিন্তু সড়কটি সংস্কার ও মেরামত না করায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের বিভিন্ন জায়গায় পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।এসব গর্ত পাড় হয়ে যানবাহন চলাচল ঝুকিপূর্ন হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি বিকল হয়ে ঘটছে সড়ক দূর্ঘটনা। সিএনজি চালিত অটোরিক্সা চালক আবুল কালাম জানান, যেসব যানবাহন মহা সড়কে চলাচল করতে পারেনা। শত শত গাড়ি এ রাস্তা দিয়ে চলাচল করেন। চালকদের জীবিকা ধারনের অন্যতম সড়ক এটি। সরকার বিভিন্ন জায়গায় সড়ক সংস্কার ও মেরামতের কাজ করছে। কিন্তু এগুরুত্বপর্ন সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় এখন সাধারন মানুষ ও চালকদের কষ্ট করতে হচ্ছে। ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ জানান, সড়ক মেরামত ও সংস্কারের কাজ নিম্নমানের হওয়া কিছুদিনের মধ্যেই এ সড়কের বিভিন্ন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মানুষের কষ্টের কথা চিন্তা করে সড়কটি ভালভাবে দ্রুত মেরামত করা জরুরী প্রয়োজন। মাধবপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম বলেন, আঞ্চলিক এ সড়কটি খুবই জনগুরুত্বপূর্ন ।সড়কটির দ্রুত মেরামত করার জন্য দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ সহ সরকারের বিভিন্ন দপ্তরে দাবি করা হয়েছে। আশাকরি সরকার গুরুত্ব বিবেচনা করে এ সড়কটি মেরামত করবে।মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহআলম বলেন, এ সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ চেয়ে সংশ্লিষ্ট দফতরে পাঠোনো হয়েছে। অর্থ বরাদ্ধ পেলেই সড়কটি সংস্কার করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ