ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

ঝড়ে বিদ্যুত বিধ্বস্ত, অন্ধকারে মৌলভীবাজার

ঝড়ে বিদ্যুত বিধ্বস্ত, অন্ধকারে মৌলভীবাজার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারে রবিবার বিকালে আবারও প্রচণ্ড ঝড়ে ৩৩ কেভি লাইনের দুটি টাওয়ার উপড়ে পড়েছে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকায় ১১ কেভি লাইনের ওপর গাছ পড়ে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিকাল সাড়ে ৪টার দিকে এই ঝড় শুরু হয়।

ঝড়ে মৌলভীবাজার সদর, কুলাউড়া, রাজনগর ও জুড়ী উপজেলাসহ বিভিন্ন এলাকায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

মৌলভীবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুল বাহার জানান, ঝড়ে শহরের সড়ক ভবনের সামনে বিদ্যুতের ৩৩ কিভি জাতীয় গ্রিড লাইনের দুটি টাওয়ার উপড়ে পড়েছে। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকায় ১১ কেভি লাইনের উপড় গাছ উপড়ে পড়েছে। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ