ইউকে মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
হেডলাইন

শাবিতে ম্যানগ্রোভ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

শাবিতে ম্যানগ্রোভ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :খুলনা বিভাগ থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ‘ম্যানগ্রোভ এসোসিয়েশন’ এর ২৩-২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে ইংরেজি বিভাগের দেলোয়ার হাসান শিশির ও সাধারণ সম্পাদক হিসাবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আবু মুসা সুজন মনোনীত হয়েছেন। তারা উভয়ই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন “এ বিল্ডিং” এর ১২৯ নম্বর কক্ষে এ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল কাদের নোমান, নিলয় হালাদার , সহ সাধারণ সম্পাদক সৌরভ দত্ত চৌধুরী , সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম তামিম, কোষাধ্যক্ষ আশিক কুমার, এবং অফিস সম্পাদক রাহিমা পারভীন রূহি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম শান্ত, প্রচার বিষয়ক সম্পাদক রাউফুন জাহান মিলেনিয়াম, আইটি সম্পাদক রুবাইয়েত আদনান পার্থ, স্পোর্টস সম্পাদক নাইমুর রহমান, প্রকাশনা বিষয়ক সম্পাদক সজীব ঘটক, ফিমেল সেক্রেটারি মাহমুদা আফরোজ, সোশাল ওয়েলফেয়ার সেক্রেটারি, প্রত্যাশা হোসাইন।

এদিকে নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয়, মোঃ ইশতিয়াক মাহমুদ উপ-কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ ও শুভ জ্যােতি, সহকারী অফিস সম্পাদক আমির হোসেন ও মো জাহিদ হোসেন, সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিকা মোর্শেদ এবং মোঃ নয়ন হোসাইন, সহকারী পাবলিসিটি সম্পাদক মোঃ হাবিবুল বাশার হাবিব ও আনন্দ দাশ, সহকারী আইটি সম্পাদক, জুই সুলতানা লিমা, আবুবকর সিদ্দিক, খেলাধুলা বিষয়ক সহকারী সম্পাদক ইমরোজ শাফি, সহকারী পাবলিকেশন সেক্রেটারি ফিরোজ মাহমুদ শামীম, সহকারী নারী বিষয়ক সম্পাদক সামিয়া বিনতে আহসান, এবং সহকারী সমাজকল্যাণ সম্পাদক হাবিবুল বাশার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইসলাম , ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার, ফিজিকাল সাইন্সের ডিন অধ্যাপক ড কামরুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসাইন আল মামুন, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, একই বিভাগের অধ্যাপক ইসমত আরা, উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মামুনুর রশিদ, আইএমএল এর সহকারী অধ্যাপক রিয়াদুল ইসলাম, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহাকারী অধ্যাপক নূর নবী আজাদ জুয়েল, সিভিল এন্ড এন্ভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ আরও সাতজন সম্পাদকমন্ডলী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকতা কর্মচারীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com