ইউকে মঙ্গলবার, ৬ জুন ২০২৩
হেডলাইন

হজ করে এসে এখনই আড়ালে চলে যান, মৌসুমীকে মালেক আফসারী

image 218148 1680369526 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। ত্রিশ বছর ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বেশ কয়েকটি ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

মৌসুমী বলেন, ‘আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। অবশ্যই খুব সিক্রেটলি যেন কবর দেওয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

তিনি আরও বলেন, ‘আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়ে গেছে সেগুলো মুছে দেবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সবকিছু জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সে উদ্দেশ্যই ছবিগুলো সংরক্ষণ করা হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো আর্কাইভে জমা দেওয়া হবে। এ ছাড়া অন্য সবকিছু মুছে দিলে ভালো হয়।’

মৌসুমীর এমন ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই তার ইচ্ছাগুলোর প্রতি সম্মান জানিয়েছেন। তবে প্রিয়দর্শিনীকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম সফল পরিচালক মালেক আফসারী।

বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নানান বিষয়ে আলোচনা, তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে ভিডিওবার্তা দেন এই নির্মাতা। এবারও মৌসুমীর ইচ্ছাগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

মৌসুমীর উদ্দেশে মালেক আফসারী বলেন, ‘আপনি সরাসরি হজে চলে যান। হজ থেকে ফিরে শাবানা ম্যাডামের মতো একদম আড়াল হয়ে যান। আপনি জীবিত থাকা অবস্থায় কিছু টাকা ইনভেস্ট করে ওই ছবিগুলোর কপিরাইট কিনে নেন। তারপর সেগুলো নষ্ট করে দিন। উপরওয়ালা আপনাকে আরও আরও উন্নতি দিবে।’

তিনি আরও বলেন, ‘আপনি (মৌসুমী) মিডিয়া থেকে একদম সরে যান। নিজেকে পুরোপুরি আড়াল করে ফেলেন। ধর্মীয় পথে চলুন। প্রিয়দর্শিনীর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও দোয়া রইল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com