ইউকে শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
হেডলাইন

মাধবপুরে বৈকালিক চেম্বারে রোগী দেখা শুরু

মাধবপুরে বৈকালিক চেম্বারে রোগী দেখা শুরু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বৈকালিক চেম্বার চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৩০শে) মার্চ বিকাল ৩ ঘটিকার সময় স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসকদের এই বৈকালিক চেম্বার চালু করা হয়।

প্রথম দিনে রোগী দেখেন ডাঃ রাজিব চক্রবর্তী, জুনিয়র কনসালটেন্ট (শিশু) , ডাঃ তারেক উজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল নাইম, মেডিকেল অফিসার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচ এম ইশতিয়াক মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার ফি ৩০০ টাকা কনসালটেন্ট ও ২০০ টাকা মেডিকেল অফিসার নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাইলট প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের অল্প কিছু সংখ্যক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত হওয়ায় আজ থেকে এখানে কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে সাধারণ রোগীরা নিয়মিত বৈকালিক চেম্বার এসে সরকার নির্ধারিত ফি দিয়ে ডাক্তার দেখানোর সুযোগ পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com