ইউকে শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
হেডলাইন

নবীগঞ্জের যৌতুক লোভী স্বামীর কারাদণ্ড

নবীগঞ্জের যৌতুক লোভী স্বামীর কারাদণ্ড

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জে যৌতুকলোভী স্বামীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। বুধবার (২৯ মার্চ) দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মস্তফা মিয়া। আসামিপক্ষে ছিলেন, সাদিকুর রহমান।

পেশকার মোঃ ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার সমরগাঁও গ্রামের মৃত আনিস উল্লার পুত্র সিজিল মিয়া (৪৮) দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রী নাজমিন আক্তার শাবানাকে মারধোর করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। ২০১৯ সালের ২৫ মার্চ এ ঘটনায় নাজমিন আক্তার বাদি হয়ে একই বছরের ১০ এপ্রিল নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। দীর্ঘদিন হাজতবাসের পর আপোসের শর্তে আসামি জামিন লাভ করে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও মামলাটি আপোসে মিমাংসা না হওয়ায় স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল বিচারক এ আদেশ দেন। রায় প্রদানকালে আসামি সিজিল মিয়া উপস্থিত ছিলো। পরে সাজা পরোয়ানা বলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com