ইউকে রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সন্ধান দিন, শেয়ার করার জন্য অনুরোধ করা হইল

Screenshot 20230128 011427 Gallery 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শামীম মিয়া (৩১) নামে এই লোকটি ২০১৮ ইং হতে ইন্ডিয়া ডাউকি থানা এলাকা অবস্থান করে। সে মানসিক ভারসাম্যহীন, তার পরিচয় সঠিক বলতে পারে না কখনো জাফলং কখনো হরিপুর বলে, বর্তমানে ছেলেটি শিলং মানসিক হাসপাতালে চিকিৎসাধীন আছে মর্মে ডাউকি থানা পুলিশ জানান।

যদি কোন ব্যক্তি এই লোকটিকে চিনে থাকেন দয়া করে অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। অনুরোধক্রমে ওসি, গোয়াইনঘাট থানা- ০১৩২০১১৭৯৬৯।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ