ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সাবরেজিস্টার স্বদেশ চন্দ্র চন্দকে বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা দিয়েছে নবীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতি।
গতকাল বুধবার (২২ মার্চ) দুপুরে দলিল লিখক সমিতির কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি আক্তারুজ্জামান চৌধুরী রুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদায়ী সাবরেজিস্টার স্বদেশ চন্দ্র চন্দ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র দলিল লিখক বজলুর রহমান চৌধুরী, তোফাজ্জল হোসেন, আব্দুল মোহিত, আক্কাস আলী, আলতাফ হোসেন, মুজিবুর রহমান, রিন্টু দাশ, প্রদীপ দাশ, ছালেহ আহমদ, অফিস সহকারী নুরুল হক, সৈয়দ শোয়েব উদ্দিন, দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মোর্শেদ আহমদ, আহমদ আলী, বিভু আচার্য্য, যুবরাজ গোপ, আব্দুল মতিন, ফারুক আহমেদ, জুয়েল, দিপু দাশ প্রমূখ।
বিদায়ী সাবরেজিস্টার স্বদেশ চন্দ্র চন্দ বলেন, আমার চাকুরী জীবনে নবীগঞ্জ উপজেলার মানুষের মতো এতো ভাল মানুষ আমি আর কোথাও পাইনি। আমি সারাজীবন নবীগঞ্জবাসীর কথা মনে রাখবো। তিনি দলিল লিখকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবসময় সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আশাকরি। তিনি অফিসের সকল স্টাফদের সহযোগিতা করার জন্যও দলিল লিখকদের আহবান জানান।










