ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বীর শহিদদের প্রতি সিলেট মহানগর যুবলীগের শ্রদ্ধা নিবেদন

Screenshot 20230326 032308 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আজ ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু এবং বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

প্রতি বছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় জাতীয় ভাবে দিনটি পালন করা হয়। স্মরণ করা হয় স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের এবং নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ এবং সম্ভ্রম হারানো মা-বোনদের।

এবারও দিনটি উদযাপনে বাংলাদেশ যুবলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরই অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগ আজ স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে রাত ১২:০১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করে সিলেট মহানগর যুবলীগ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

এছাড়াও সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ