ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বিয়ানীবাজারে পুলিশের অভিযানে দেড় কেজি পরিমান গাঁজাসহ বিলকিছ আক্তার (২৬) নামে এক মহিলাকে আটক করা হয়েছে। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার পলাশ গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী। তবে তারা দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ (বড়গ্রাম) এলাকার বসবাস করছেন।
শনিবার (২৫ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহ মোহাম্মদ হিমেল, এএসআই মৃদুল দাসসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে জলঢুপ বড়গ্রামস্থ বাড়ি থেকে তাকে আটক করেন ও তার দেওয়া তথ্যমতে ঘর থেকে দেড় কেজি পরিমান গাঁজা উদ্ধার করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আটক মহিলা বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধারকৃত গাঁজা ঘরে সংরক্ষিত রেখেছিল।তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।










