ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে চাকু সহ ছিনতাইকারী আটক

Screenshot 20230326 000548 Gmail - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় ছিনতাইয়ের চেষ্টাকালে রাজু আহমদ ওরফে ঝাড় মিয়া (২৩) নামে (এক) ১ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চাকু জব্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ মার্চ) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. আবুল হোসেনের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রেল গেইটস্থ রসমেলা মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করে।

আটক ছিনতাইকারী চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন আহমদ নগর গ্রামের (বর্তমানে-বারখলা, আহাদ মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা) মৃত তাজু মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা (মামলা নং-২০/৫১, তাং-২৫/০৩/২০২৩ খ্রিঃ) দায়েরপূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা, পিপিএম।

তিনি জানান, আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ