ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

গোলাপগঞ্জে আপন বাজারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

গোলাপগঞ্জে আপন বাজারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গোলাপগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেশি দামে পণ্য বিক্রি করায় ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৷

বৃহস্পতিবার (২৩ মার্চ) পৃথক সময়ে উপজেলার ঢাকাদক্ষিণ বাজার ও গোলাপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।  জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানুষের নাগালের ভেতরে যাতে নিত্যপণ্যের দাম রাখা হয় এজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেশি দামে পণ্য বিক্রি করায় ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে বেশি দামে পণ্য বিক্রি করায় গোলাপগঞ্জের আপন বাজারকে ৫ হাজার টাকা, মাংসের দোকানকে ২ হাজার টাকা ও ঢাকাদক্ষিণ বাজারে ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান।  তিনি বলেন- রমজান মাসকে সামনে রেখে যাতে ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে এজন্য প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে।  এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আব্দুল হান্নান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ