ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ (বিএসএসপি) সিলেট জেলার উদ্যোগে পবিত্র মাহে-রমদ্বান উপলক্ষে গরিব অসহায়ের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) লতিফিয়া ট্রাভেলস সার্ভিস ইকবাল টাউন সেন্টার ৩য় তলা, চন্ডীপুল, দক্ষিণ সুরমায় গরিব অসহায়ের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ হয়।

বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ সিলেট বিভাগের সভাপতি মোহাম্মদ সাজ্জাদুজ্জামান বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পারভেজ এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলার প্রচার সম্পাদক ক্বারি গউসুল আমিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল সিলেট এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও সমাজ সেবক মুমিনুর রহমান টিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সবুজ শ্যামল পরিষদের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ ররুবল মাহমুদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্টাতা সভাপতি ও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত কর্ণধার সফল সামাজিক সংগঠক বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রফিকুল ইসলাম শিতাব।

আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট জেলার আহবায়ক কমিটির আহবায়ক শাহ মোহাম্মদ গিলমান, যুগ্ম আহবায়ক সাজু আলম, যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ লাকি, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম লিটন, সচিব মোঃ আব্দুল মুতালিব, যুগ্ম সচিব হাফিজ আবু সাঈদ, সদস্য সচিব মানিক আল মুবিন, সিলেট জেলা আহবান কমিটির সদস্য মোঃ জাকির আলম খান, বাঁধন দত্ত, হাফিজ আলম, সাঈদুল ইসলাম, রিয়াজ উদ্দীন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ