ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বানিয়াচংয়ে ভূমিহীন-গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে মতবিনিময়

বানিয়াচংয়ে ভূমিহীন-গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে মতবিনিময়

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আগামী ২২ মার্চ সারাদেশে একযুগে ভূমিহীন ও গৃহহীনদের পরিবারকে ২ শতক ভূমি সহ একটি পাকা ঘর হস্তান্তর করা হবে। অনুষ্ঠানের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন বানিয়াচং উপজেলার ১৭৭ টি পরিবারকে ভূমি সহ একটি পাকা ঘর হস্তান্তর করা হবে। বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি ও গৃহ প্রদান বিষয়ে বানিয়াচংয়ের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন অর্থ্যাৎ “ক” শ্রেণির পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের মতবিনিময় ও প্রেসব্রিফিংয়ে তিনি এ উপজেলায় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে সফল করার ক্ষেত্রে হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এ কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সাংবাদিক শাহ সুমন, হৃদয় খান, দেলোয়ার হোসেন, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী কলেজের সাবেক ভিপি শেখ শাহনেওয়াজ ফুল, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া,ব্যাবসায়ী নেতা হাফিজুর রহমান, মতিউর রহমান, রিপন খান,বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ