ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর দগ্ধ চিকিৎসাধীন যুবকের মৃত্যু

Untitled 1 11 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা গেছেন মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী আফজাল ভুইয়া (২৪)।গত ১৩ মার্চ সকালে মাধবপুর পৌরসভার উকিলপাড়ার বাসিন্দা কবির খান চৌধুরীর নির্মাণাধীন বাড়ির ছাদে ইলেকট্রিক ফিটিংস এর কাজ করার সময় ৩৩ কেভি বিদ্যুত লাইনের সংস্পর্শে এলে আফজাল বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসময় তার শরীরে আগুন ধরে যায়। গুরুতরভাবে দগ্ধ আফজালকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।সংগে সংগে স্বজনেরা গুরুতর অবস্থায় আফজালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে সেখানকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করান।

চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১২ টায় সেখানে আফজাল ভুইয়ার মৃত্যু হয়।জানা গেছে আফজালের শরীরের ৩৬ শতাংশ পুড়ে গিয়েছিল।আফজাল ভুইয়া কৃষ্ণনগর গ্রামের মৃত রোকন উদ্দিন ভুইয়ার ছেলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ