ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

গোলাপগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

গোলাপগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গোলাপগঞ্জে ডাকাতি মামলার পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ফজর আলী ওরফে লিটন (৪০) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টায় ইসলাম ব্রাদারস্ কনভেনশন হল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লিটন উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র। পুলিশ জানায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এস. আই আহমদ হোসেন সুমন এবং এস.আই দেলোয়ারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ফজর আলী ওরফে লিটনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামী লিটন একাধিক ডাকাতী মামলার পলাতক আসামী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ