ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বানিয়াচংয়ে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখা ও রমজানের পবিত্রতা রক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মসন সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ , বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,বড় বাজার ব্যাকসের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক আঙ্গুর মিয়া,সাংবাদিক দিলোয়ার হোসাইন, শাহ সুমন,হৃদয় খান । সভায় পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত সক্রিয়, দ্রব্যমূল্যের মূল্যতালিকা প্রর্দশন, ভেজাল খাবার পরিহার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভোক্তাদের কাছে নায্যমূল্যে বিক্রির বিষয়ে একমত পোষন করেন অংশগ্রহণ কারীরা।










