ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

গোলাপগঞ্জে ৩০ বছর পর পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন ছেলে

336351859 2450669948419849 1653348339723634187 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রায় ৩০ বছর পর পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের এক পরিবার। জানা যায়, দীর্ঘ দিন ধরে ভাদেশ্বর ইউনিয়নের খমিয়া শিতেশ্বর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে সমসু উদ্দিন গং পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন।

১৯৯৩ সালে পৈতৃক সম্পত্তি ভাগাভাগির জের ধরে ইন্তাজ আলী বাদী হয়ে বাটোয়ারা মামলা করেন আফতাব আলী গং এর উপর। অতঃপর দীর্ঘ ৩০ বছর পর গত ১৩ মার্চ সহকারী জজ আদালত জৈন্তাপুর এর নির্দেশে সিলেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এন এম ইশফাকুল কবীরের নেতৃত্বে মঙ্গলবার ১৪ মার্চ দখলদেহী কার্যক্রম অনুষ্ঠিত হয়। দখলদেহী কার্যক্রম শেষে মৃত ইন্তাজ আলীর ছেলে সমস উদ্দিন গং ফিরে পান নিজ সম্পত্তি।

বর্তমান বিচার ব্যবস্হা ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৃত ইন্তাজ আলীর ছেলে সমসু উদ্দিন গং বলেন – ‘দেশে ন্যায়বিচার আছে, আমি আইনকে শ্রদ্ধা করি। দীর্ঘদিন আমাদের সম্পত্তি অবৈধ ভাবে দখলে ছিলো। আমরা মামলা করে সেই জায়গা আইনের মাধ্যমে বুঝে পেয়েছি।’

এ সময় কোনোরুপ বিশৃঙ্খলা ছাড়াই সিলেট জেলা ও গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশেে সহযোগিতার মাধ্যমে জমি বুজিয়ে দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ