ইউকে শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
হেডলাইন

জামালগঞ্জে দৃষ্টিনন্দন রিভারভিউ পার্কের উদ্বোধন

জামালগঞ্জে দৃষ্টিনন্দন রিভারভিউ পার্কের উদ্বোধন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জামালগঞ্জে উদ্বোধন করা হয়েছে দৃষ্টিনন্দন জামালগঞ্জ রিভারভিউ পার্ক।গতকাল শুক্রবার উপজেলা সদরের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে ৩৫ শতক জায়গাজুড়ে নির্মিত দৃষ্টিনন্দন রিভারভিউ পার্কের উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

উপজেলা পরিষদের অর্থায়ন ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে নির্মিত পার্কটিতে রয়েছে সুদীর্ঘ ওয়াকওয়ে, বসার সৌন্দর্যমন্ডিত চেয়ার, বাচ্চাদের দোলনাসহ খেলনার বিভিন্ন সামগ্রী। এছাড়াও পার্কটির ভেতরে রয়েছে ৩টি কফি শপ।

উদ্বোধন উপলক্ষে পুরো পার্ক’কে মনোমুগ্ধকর রূপে সাজানো হয়। সন্ধ্যার পর রঙ-বেরঙের বাতিতে অপরূপ দৃশ্যের সৃষ্টি হয় পার্কের চারপাশ। পার্কটি দেখতে গতকাল অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জেলার মধ্যে সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে এ পার্কটি নির্মাণ করা হয়েছে।

 

এছাড়াও আগামী নির্বাচনে তিনি নৌকার পক্ষে ভোট চান।

এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, স্কুলের সামনে জায়গাটি দীর্ঘদিন যাবত অব্যবস্থাপনায় পড়ে ছিল। তাই আমরা উপজেলা পরিষদের অর্থায়নে চেষ্টা করেছি শিশুদের জন্য সুন্দর ও পরিবেশ সম্মত একটি বিনোদন পার্ক নির্মাণ করার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম, হাঁটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য উপজেলার কোথাও কোনো পার্ক নেই। তাই উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে জামালগঞ্জ রিভারভিউ পার্ক নির্মাণ করা হয়েছে। পার্কটিকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সবাইকে আন্তরিক হতে হবে।

এদিকে রিভারভিউ পার্ক উদ্বোধনের পরপরই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com