ইউকে বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
হেডলাইন

বাপসা’র সুনামগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পুর্ণ

বাপসা’র সুনামগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পুর্ণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সুনামগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পুর্ণ হয়েছে। শনিবার সকালে জেলার জগৎজ্যোতি পাঠাগারে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সুনামগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সচিব অজিত কুমার রায় ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের সচিব আলী হোসেন পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের সচিব সমীর কান্তি দে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সচিব মামুনুর রশীদ পেয়েছে ৪২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাতক উপজেলার বাঁধগাও ইউনিয়ন পরিষদের সচিব জিতেন চৌহান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সচিব মনিরুল ইসলাম পেয়েছেন ৩৭ ভোট। এদিকে সকালে থেকে সুষ্ঠু ভাবে নির্বাচন ও ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন দোয়ারাবাজার উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলি সমাজপতি।  এদিকে নবনির্বাচিত বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি কাজল চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক মাসুক মিয়া ও জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com