
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৩নং ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১৬ মার্চ) টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৩৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ নাসির উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচিত হওয়ার পর মোঃ নাসির উদ্দিন ‘মহান আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া আদায়পূর্বক ওয়ার্ডবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আল্লাহর রহমতে এবং ওয়ার্ডবাসীর সহযোগীতায় আমি বিজয়ী হয়েছি। সবার কাছে আমি কৃতজ্ঞ যে, উৎসবমুখর পরিবেশে এলাকাবাসী আমাকে ভোট দিয়ে জয়ী করে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। এলাকার উন্নয়নে আমি সর্বদা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। ইনশাআল্লাহ