ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

শাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি

334097375 594694369212685 5787388709853374610 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পরিসংখ্যান বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকাল ৪টায় পরিসংখ্যান বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে গড়ার ম্যাচটি। পরে পরিসংখ্যান বিভাগ ৩-০ গোলে এগিয়ে থেকে জয় পায়। এতে ট্রাইবেকারে সর্বশেষ স্যুট নেওয়ার পর লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুজাত আহমেদ গোল মিস করলে পরিসংখ্যান বিভাগের জয় নিশ্চিত হয়। এ সময় জয় উদযাপন করতে গিয়ে সুজাতকে আঘাত করে পরিসংখ্যান বিভাগের কয়েক শিক্ষার্থী। পরে সুজাত প্রতিবাদ জানাতে গেলে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরে দু’পক্ষকে আলাদা করে দেয় প্রক্টরিয়ার বডি ও উপস্থিত শিক্ষকরা।

এ সূত্রে আরো জানা যায়, দুই পক্ষকে আলাদা করে দেয়ার পর পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা স্লেজিং করলে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এসময় দু’পক্ষের মধ্যে আবারো হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনাটি থামাতে গিয়ে শিক্ষার্থীদের ধস্তাধস্তির মধ্যে হেনস্তার শিকার হয় প্রক্টর। পরে পরিস্থিতি স্বাভাবিক করে দু’পক্ষের শিক্ষার্থীদের মাঠ ত্যাগ করানো হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, আমরা ঘটনাটি সেখানে সমাধান করে দিতে চেয়েছিলাম। দুই বিভাগের শিক্ষার্থীরা উত্তেজিত থাকায় তাদেরকে আলাদা করে দেওয়া হয়। এরপর আবারও ঝামেলা সৃষ্টি হলে এক শিক্ষার্থী বাঁশ নিয়ে আসছিল, তার কাছ থেকে বাঁশ নেওয়ার সময় একটু ধাক্কা লাগে। পরে বিষয়টি মাঠেই সমাধান করে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যৎ কোন ঘটনা না ঘটতে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এদিকে হাতাহাতির সময় আঘাতপ্রাপ্ত হয়ে লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সুজাত আহমেদ সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে বলে জানান লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী। তিনি বলেন, ঘটনার সময় আমাদের বিভাগের কয়েকজন শিক্ষার্থী আঘাত পায়। এর মধ্যে সুজাতের অবস্থা অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন বলেন, খেলা সুন্দরভাবে শেষ হয়েছে। তবে হঠাৎ করেই কি হয়ে গেলে জানিনা। হাতাহাতির সময় আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়েছে। একজন ওসমানীতে ভর্তি হয়েছে। খেলাধুলায় এ ধরনের ঘটনা কোন ভাবেই কাম্য না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ