ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জ জেলা শহরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ‘ফারিহা একাডেমি’র বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেবাশীষ তালুকদার শুভ ও দেবপ্রিয়া পালের সঞ্চালনায় ও ফারিহা একাডেমির চেয়ারম্যান আসাদুজ্জামান সেন্টু সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফারিহা একাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক পাপলু মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট বলেন,একজন রত্নগর্ভা মা একজন ভাল সন্তান জন্ম দিতে পারেন। ফারিহা একাডেমি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসাদুজ্জামান সেন্টু’র যেমন অবদান আছে, তেমনি তাঁর স্ত্রীর ও অবদান আছে। এই প্রতিষ্ঠানে শিশুদের মানসম্মত শিক্ষা পায়।
তিনি বলেন, প্রত্যেক অভিভাবক শিশুদের মন বুঝার চেষ্টা করতে হবে। শিশু যে বিষয়ে লেখাপড়া করতে চায়, সে বিষয়ে লেখাপড়া করান। অভিভাবকের পছন্দের বিষয় চাপিয়ে দেবেন না। শিশুদের স্বাধীনভাবে লেখাপড়ার সুযোগ দিতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শাসনের পরিবর্তে সোহাগের মাধ্যমে শিক্ষা দান করুন। ’প্রত্যেক শিশুকে মনুষ্যত্ববোধ সৎ মানুষ হিসাবে গড়ে তোলতে হবে’










