ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা করে দিবসটি পালন করা হয়েছে।বুধবার ১৫ মার্চ সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি সদস্য সৈয়দ নূরুল হুদা,বীর মুক্তিযোদ্ধা অমৃত লাল, সাংবাদিক শেখ নূরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
অসাধু ব্যাবসায়ীরা যাতে ভোক্তাদের নিকট অস্বাভাবিকভাবে মূল্য আদায় না করতে পারে সেজন্য কঠোর মনিটরিংয়ের দাবি জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ