ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর।
টিবি কন্ট্রোল প্রোগ্রামের জেলা ম্যানেজার সাইদুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক।
সভায় বাংলাদেশে যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা, যক্ষ্মা কী ও তার তার প্রকারভেদ, কীভাবে তা ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, রোগ শনাক্তকরণ, আইপিটি চিকিৎসা, টিপিটি ও এমডিআর টিবি নিয়ে আলোচনা করা হয়।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নমিতা রায় চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশারাফুজ্জামান, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা স্যানিটারী ও ফুড পরিদর্শক মো. আহসান, উপজেলা ব্র্যাক প্রোগ্রাম অফিসার তুষার কুমার রায়, ফিল্ড অর্গানাইজার সামছুল আবেদীন জনি, ইমাম মাও. ফরিদ ইসলামসহ একাধিক পল্লী চিকিৎসক প্রমুখ।










