ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

আনিছুরের কণ্ঠে ‘তিন টুকরো কাপড়’

আনিছুরের কণ্ঠে ‘তিন টুকরো কাপড়’

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শৈশব থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গান গাইলেও ২০১৪ সালে শিল্পী আনিসুর রহমানের প্রতিভার বিকাশ ঘটে ইসলামিক সংগীতাঙ্গনে এসে। গায়কের পাশাপাশি তিনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ারও। তার লেখা ও সুর-সংগীতে বেশ কিছু গান ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে।

তারই ধারাবাহিকতায় আসছে রমজানে প্রকাশ হচ্ছে রবিউল ইসলাম জীবনের কথায় ইসলামিক গান ‘তিন টুকরো কাপড়’। এতে কন্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়জন করেছেন আনিছুর রহমান। গানটি প্রকাশ হবে শিল্পীর ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, আনিসুর রহমানের কণ্ঠে প্রকাশিত গানগুলো হলো, ‘মালিক তুমি’, ‘মাটির ঘর’, ‘হে খোদা দয়াময়’, ‘আকুতি’, ‘নবীর রওজা শরীফ’, ‘এই সুন্দর ফুল সুন্দর ফল’, ‘মিছে জীবন’ ইত্যাদি। এছাড়াও দেশাত্ববোধক গান ‘আমি বাংলায় গান গাই’ গানটি গেয়েও দারুণ প্রশংসিত হন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ