ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের তাহিরপুরে টিনে ঘরের দেয়ালে রিক্সা লেগে টিন নষ্ট হওয়ায় দুপক্ষের সংঘর্ষে আব্দুল হাই (৫৫) নামে একজন নিহত হয়েছে। তিনি তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও আর্দশ গ্রামের বাসিন্দা ও পেশার রাজমিস্ত্রী। সোমবার সন্ধ্যা ৬টায় মানিগাও আর্দশ গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়,উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও আর্দশ গ্রামের আব্দুল হাই(৫৫) ও আব্দুল হেকিম(৬৫) এর পাশাপাশি বাড়ি। দু বাড়ির মধ্যে চলাচলের জন্য ছোট একটি সড়ক আছে। সেই সড়ক দিয়ে আজ বিকেলে একটি রিকশা নেয়ার সময় আব্দুল হাই এর ঘরের টিন নষ্ট হওয়ার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর লাঠিসোটা নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় লাটির আগাতে আব্দুল হাই(৫৫)গুরুত্বর আহত হলে পরিবারের লোকজন তাকে বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।










